SSC Chemistry || ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৪র্থ অধ্যায় এর ১০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

SSC Chemistry || ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৪র্থ অধ্যায় এর ১০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আজকের আর্টিকেলে আমি ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৪র্থ অধ্যায় পর্যায় সারণী নাম অধ্যায়টি থেকে শুধুমাত্র ক নং প্রশ্নের জন্য মোট ১০টি প্রশ্নের উত্তরসহ দেওয়া হয়েছে। আশা করবো পোস্টটি সবার উপকারে আসবে ইনশাআল্লাহ। 

SSC Chemistry


৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৪র্থ অধ্যায় এর হ্যান্ড নোট 

এখানে এসএসসি পরীক্ষার্থীসহ ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য মাত্র ১০টি ছোট প্রশ্ন নিয়ে হ্যান্ড নোট তৈরি করা হয়েছে। আশা করবো প্রশ্নগুলো সবাই নোট করে নিবে। 

আরো পড়ুন >>  SSC Chemistry || ৯ম ও ১০ম রসায়ন ৩য় অধ্যায় এর গণিত ও সৃজনশীল প্রশ্ন ও উত্তর    


জ্ঞানমূলক প্রশ্নগুলো হলো 

নিচে আমি জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। আশা করবো সবাই সহজেই বুঝতে পারবেন এবং উত্তরগুলো লিখে রাখবেন পরবর্তীতে পড়ার জন্য। 

আরো পড়ুন >> চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি, নবম ও দশম শ্রেণির রসায়ন প্রশ্ন ও উত্তর   


(ক) যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ? 

(খ) মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখ। 

(গ) নিস্ক্রিয় গ্যাস কী ? 

(ঘ) অ্যাকটিনাইড মৌল কাকে বলে ? 

(ঙ) ধাতু কাকে বলে ? 

(চ) অধাতু কাকে বলে ? 

(ছ) হ্যালোজেন মৌলসমূহের মূল উৎস কি ? 

আরো পড়ুন >>  SSC Chemistry || ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৪র্থ অধ্যায় এর হ্যান্ড নোট    


উপরে আমি মোট ৭টি প্রশ্ন দিয়ে রাখছি আর পিকচারে প্রশ্নগুলোর সাথে উত্তরগুলো দেওয়া হয়েছে। পিকচারেরগুলো ছাড়াও আপনি নিজের মত করে বই থেকে উত্তরগুলো বাছাই করে নিতে পারবেন। 


৪র্থ অধ্যায় পর্যায় সারণীর পেজ নাম্বার = ০১ 

৪র্থ অধ্যায় পর্যায় সারণীর পেজ নাম্বার = ০১

উপরের পিকচারটিতে মোট ৭টি প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে আর বাকি প্রশ্ন এবং উত্তর গুলো নিচে দেওয়া হয়েছে। 

৪র্থ অধ্যায় পর্যায় সারণীর পেজ নাম্বার = ০২ 

৪র্থ অধ্যায় পর্যায় সারণীর পেজ নাম্বার = ০২


উপরের দুইটা পিকচারে মোট ১০টি ছোট প্রশ্ন এবং এগুলোর উত্তর দেওয়া হয়েছে। যদিও আরও অনেকগুলো প্রশ্ন এখানে আছে তবে এগুলোর পাশাপাশি সবগুলো প্রশ্নই পড়ার উচিত সবার। 

আরো পড়ুন >> SSC Chemistry || ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় এর ছোট প্রশ্ন ও উত্তর   


৪র্থ অধ্যায় পর্যায় সারণীর উপসংহার 

এখানে মোট ১০টি ছোট প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়া হয়েছে। আশা করবো পরবর্তীতে আরও কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। 
Previous Post Next Post