SSC Chemistry || ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় ১৪টি ছোট প্রশ্ন এবং উত্তর

SSC Chemistry || ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় ১৪টি ছোট প্রশ্ন এবং উত্তর

আজকের আর্টিকেলে আমি ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় এর ছোট প্রশ্ন এবং উত্তর দিয়ে দেবো। এখানে প্রত্যেকটি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ এবং সাজেশান করে তৈরি করে করা হয়েছে। 

SSC Chemistry



এসএসসি (SSC) রসায়ন ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর

নিচে মোট ১৪টি প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটি প্রশ্ন এই অধ্যায় এর পাঠ্যবই থেকে নেওয়া হয়েছে। 

প্রশ্ন-১. পদার্থ কাকে বলে?

উত্তর : যার ওজন আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে।


প্রশ্ন-২. পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে?

উত্তর : পদার্থ সাধারণত তিনটি অবস্থায় থাকতে পারে। যেমন–

১. কঠিন

২. তরল এবং

৩. বায়বীয়।

প্রশ্ন-৩. নিঃসরণ কাকে বলে?

উত্তর : সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।



প্রশ্ন-৪. গলন কী?

উত্তর : কোনো কঠিন বস্তু গলতে থাকার প্রক্রিয়াকে গলন বলে।



প্রশ্ন-৫. ব্যাপন কাকে বলে?

উত্তর : কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।



প্রশ্ন-৬. স্ফুটন কী?

উত্তর : কোনো তরল পদার্থ ফুটতে থাকার প্রক্রিয়াকে স্ফুটন বলে।

প্রশ্ন-৭. পদার্থের অবস্থাগুলো কী কী?

উত্তর : পদার্থের অবস্থাগুলো হচ্ছে- কঠিন, তরল ও বায়বীয়।

প্রশ্ন-৮. গলনাঙ্ক কী?

উত্তর : এক বায়ুমণ্ডলীয় চাপে কোন কঠিন পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে অর্থাৎ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাই ঐ পদার্থের গলনাঙ্ক। যেমন– সাধারণ লবনের গলনাঙ্ক 801°C অর্থাৎ লবণকে 801°C তাপমাত্রায় উত্তপ্ত করলে তা গলে তরলে পরিণত হয়।



প্রশ্ন-৯. রাসায়নিক পরিবর্তনে কী ঘটে?

উত্তর : রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থের সৃষ্টি হয়।



প্রশ্ন-১০. কোন পরিবর্তনে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়?

উত্তর : ভৌত পরিবর্তনে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়



প্রশ্ন-১১. লোহার ওপর মরিচা পড়া কী ধরনের পরিবর্তন?

উত্তর : লোহার ওপর মরিচা পড়া রাসায়নিক পরিবর্তন।

প্রশ্ন-১২. সিলিন্ডারে ভরে কোন গ্যাস বিক্রি করা হয়?

উত্তর : সিলিন্ডারে ভরে প্রোপেন ও বিউটেন গ্যাস বিক্রি করা হয়।



প্রশ্ন-১৩. খাবার লবণের গলনাঙ্ক কত?

উত্তর : খাবার লবণের গলনাঙ্ক 801°C।



প্রশ্ন-১৪. চুনাপাথরের সংকেত কী?

উত্তর : চুনাপাথরের সংকেত CaCO3।


রসায়ন ২য় অধ্যায়

আশা করবো ছাত্র-ছাত্রীদের প্রশ্নগুলো অনেক উপকারে আসবে। 

তথ্যসূত্রঃ- 
https://prosnouttar.blogspot.com/2021/11/blog-post_36.html
أحدث أقدم