৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় এর প্রশ্ন এবং উত্তর (SSC Chemistry Hand Note)

এসএসসি (SSC) রসায়ন ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় এর প্রশ্ন এবং উত্তর (SSC Chemistry Hand Note). ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় এর প্রশ্ন এবং উত্তর (SSC Chemistry Hand Note).

SSC Chemistry Chapter 2 Hand Note

SSC Chemistry Chapter 2 Hand Note. SSC Chemistry Chapter 2 Hand Note. SSC Chemistry Chapter 2 Hand Note. SSC Chemistry Chapter 2 Hand Note. SSC Chemistry Chapter 2 Hand Note SSC Chemistry Chapter 2 Hand Note. 

এসএসসি (SSC) রসায়ন ২য় অধ্যায় প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. পদার্থ কাকে বলে?

উত্তর : যার ওজন আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে।



প্রশ্ন-২. পদার্থ কয়টি অবস্থায় থাকতে পারে?

উত্তর : পদার্থ সাধারণত তিনটি অবস্থায় থাকতে পারে। যেমন–

১. কঠিন

২. তরল এবং

৩. বায়বীয়।



প্রশ্ন-৩. নিঃসরণ কাকে বলে?

উত্তর : সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে।



প্রশ্ন-৪. গলন কী?

উত্তর : কোনো কঠিন বস্তু গলতে থাকার প্রক্রিয়াকে গলন বলে।



প্রশ্ন-৫. ব্যাপন কাকে বলে?

উত্তর : কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।



প্রশ্ন-৬. স্ফুটন কী?

উত্তর : কোনো তরল পদার্থ ফুটতে থাকার প্রক্রিয়াকে স্ফুটন বলে।



প্রশ্ন-৭. পদার্থের অবস্থাগুলো কী কী?

উত্তর : পদার্থের অবস্থাগুলো হচ্ছে- কঠিন, তরল ও বায়বীয়।

প্রশ্ন-৮. গলনাঙ্ক কী?

উত্তর : এক বায়ুমণ্ডলীয় চাপে কোন কঠিন পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে অর্থাৎ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাই ঐ পদার্থের গলনাঙ্ক। যেমন– সাধারণ লবনের গলনাঙ্ক 801°C অর্থাৎ লবণকে 801°C তাপমাত্রায় উত্তপ্ত করলে তা গলে তরলে পরিণত হয়।



প্রশ্ন-৯. রাসায়নিক পরিবর্তনে কী ঘটে?

উত্তর : রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থের সৃষ্টি হয়।



প্রশ্ন-১০. কোন পরিবর্তনে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়?

উত্তর : ভৌত পরিবর্তনে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়



প্রশ্ন-১১. লোহার ওপর মরিচা পড়া কী ধরনের পরিবর্তন?

উত্তর : লোহার ওপর মরিচা পড়া রাসায়নিক পরিবর্তন।



প্রশ্ন-১২. সিলিন্ডারে ভরে কোন গ্যাস বিক্রি করা হয়?

উত্তর : সিলিন্ডারে ভরে প্রোপেন ও বিউটেন গ্যাস বিক্রি করা হয়।



প্রশ্ন-১৩. খাবার লবণের গলনাঙ্ক কত?

উত্তর : খাবার লবণের গলনাঙ্ক 801°C।



প্রশ্ন-১৪. চুনাপাথরের সংকেত কী?

উত্তর : চুনাপাথরের সংকেত CaCO3।

আমাদের সাথে যোগাযোগ করার জন্য

এছাড়াও কোন অধ্যায় জরুরী ভিত্তিতে কারো লাগলে অবশ্যই জানাতে পারবেন। আমাদেরকে জানানোর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে নিচের দেওয়া মাধ্যমে। 

ইমেইল = digitalitseba@gmail.com   OR  sfmodelschool20@gmail.com

ফেসবুক গ্রুপ = এসএফ মডেল স্কুল ক্লিক করুন এখানে 

ফেসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা ক্লিক করুন এখানে 
Previous Post Next Post