SSC Chemistry || নবম-দশম শ্রেণির রসায়ন ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

SSC Chemistry || নবম-দশম শ্রেণির রসায়ন ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রিয় নবম-দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘সপ্তম অধ্যায় : রাসায়নিক বিক্রিয়া’ থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

SF SSC Chemistry Chapter Seven Hand Note

SF SSC Chemistry Chapter Seven Hand Note. SF SSC Chemistry Chapter Seven Hand Note. SF SSC Chemistry Chapter Seven Hand Note. 

SF SSC Chemistry Chapter Seven Hand Note. SF SSC Chemistry Chapter Seven Hand Note. SF SSC Chemistry Chapter Seven Hand Note.SF SSC Chemistry Chapter Seven Hand Note.

SF SSC Chemistry Chapter Seven MCQ Question With Answer

এখানে ৯ম ও ১০ম শ্রেণির ৭ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টির বহুনির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর দেওয়া হয়েছে। 

১. ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে?

ক) সাইট্রিক এসিড

খ) এসিটিক এসিড

গ) টারটারিক এসিড

ঘ) এসকরবিক এসিড



২. লিটমাস পেপারের রং নীল হয় কেন?

ক) অম্লীয় মাধ্যমের কারণে

খ) লবণ মাধ্যমের কারণে

গ) পানির কারণে

ঘ) ক্ষারীয় মাধ্যমের কারণে



৩. মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?

ক) কলিচুন খ) ভিনেগার

গ) খাবার লবণ ঘ) পানি



৪.পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কোন ধর্ম?

ক) ভৌত    খ) রাসায়নিক

গ) তাপীয়   ঘ) গ্যাসীয়



৫. এন্টাসিড জাতীয় ঔষধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?

ক) প্রশমন খ) দহন

গ) সংযোজন ঘ) প্রতিস্থাপন



৬. প্রাকৃতিক গ্যাস জ্বালালে কোনটি পাওয়া যায়?

ক) CH4

খ) C2H6

গ) CO2

ঘ) O2



৭. মোমের প্রধান উপাদান কী?

ক) পানি খ) ডিজেল

গ) হাইড্রোকার্বন ঘ) ক্ষার



৮. O2 এর O এর জারণ সংখ্যা কত?

ক) শূণ্য

খ) ধনাত্মক

গ) ঋণাত্মক

ঘ) পাঁচ



৯. অধঃক্ষেপণ বিক্রিয়ার ইংরেজি অভিব্যক্তি কি?

ক) Desolation খ) Hydration

গ) Precipitation ঘ) Polymerization


১০. পটাসিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন উৎপন্ন করতে কোনটির প্রয়োজন?

ক) দ্রবণ খ) তাপ

গ) চাপ ঘ) আলোক



১১. কোনটি রিডক্স বিক্রিয়া?

ক) দহন বিক্রিয়া

খ) বিযোজন বিক্রিয়া

গ) প্রশমন বিক্রিয়া

ঘ) প্রতিস্থাপন বিক্রিয়া



১২. অধঃক্ষেপণ বিক্রিয়ার আরেকটি নাম কী?

ক) প্রশমন বিক্রিয়া

খ) দ্রবণ বিক্রিয়া

গ) সাধারণ বিক্রিয়া

ঘ) দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া



১৩. পটাসিয়াম সালফাইডে সালফারের জারণ সংখ্যা কত?

ক) -২ খ) ০

গ) +৪ ঘ) +৬



১৪. সোডিয়াম সালফাইটে সালফারের জারণ সংখ্যা কত?

ক) +৬ খ) +৪ গ) +২ ঘ) -২



১৫. নাইট্রিক এসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত?

ক) +২ খ) +৩ গ) +৪ ঘ) +৫



১৬. ডাই মিথাইল ইথারের সমাণু কোনটি?

ক) বিউটানল খ) প্রোপানল

গ) ইথানল ঘ) মিথানল



১৭. কোনো ধাতুর ওপর জিংকের প্রলেপ দেয়াকে কী বলে?

ক) ভলকানাইজিং খ) টিন প্লেটিং

গ) গ্যালভানাইজিং ঘ) ইলেকট্রোপ্লেটিং



১৮. পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত?

ক) -১ খ) -২

গ) +১ ঘ) -৩



১৯. কোনো যৌগ থেকে ঋণাত্মক অংশের অপসারণ কোন ধরনের বিক্রিয়া?

ক) জারণ খ) বিজারণ

গ) বিশ্লেষণ ঘ) রেডক্স



২০. পেট্রোলিয়াম শিল্পে তাৎপর্যপূর্ণ বিক্রিয়া কোনটি?

ক) সংযোজন খ) বিযোজন

গ) প্রতিস্থাপন ঘ) দহন



উত্তরঃ–

১.খ; ২.ঘ; ৩.ক; ৪.ক; ৫.ক; 
৬.গ; ৭.গ; ৮.ক; ৯.গ; ১০.খ; 
১১.গ; ১২.ঘ; ১৩.ক; ১৪.খ; ১৫.ঘ; 
১৬.খ; ১৭.গ; ১৮.ক; ১৯.খ; ২০.খ;


জারণ বিজারণ অংশের পিডিএফ হ্যান্ড নোট

এখানে আমি ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ৭ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এর পিডিএফ হ্যান্ড নোট দিয়ে দেবো। যদিও আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দেবো যেন সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সবাই সহজেই পড়তে পারেন। 

নোটটি ডাউনলোড করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে। এখানে আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি। 

ডাউনলোড করার জন্য = ক্লিক করুন এখানে 

উপরের লিংকটি থেকে আপনি গুগল ড্রাইভ থেকে নোটটি সংগ্রহ করতে পারবেন। এখানে জ্ঞান ও অনুধাবনসহ সৃজনশীল প্রশ্ন এবং এগুলো দেওয়া হয়েছে। আশা করি সকলেরই উপকারে আসবে।

আমাদের সাথে যোগাযোগ করার জন্য

এছাড়াও কোন অধ্যায় জরুরী ভিত্তিতে কারো লাগলে অবশ্যই জানাতে পারবেন। আমাদেরকে জানানোর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে নিচের দেওয়া মাধ্যমে। 

ইমেইল = digitalitseba@gmail.com   OR  sfmodelschool20@gmail.com

ফেসবুক গ্রুপ = এসএফ মডেল স্কুল ক্লিক করুন এখানে 

ফেসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা ক্লিক করুন এখানে 


বি. দ্র. উপরের প্রশ্নগুলো আমি প্রশ্নো উত্তর ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। আশা করবো সবার উপকারে আসবে। 
أحدث أقدم