৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় এর MCQ এবং উত্তর

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় এর MCQ এবং উত্তর

আজকের আর্টিকেলে আমাদের নবম ও দশম শ্রেণির ১১তম অধ্যায় এর বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে। নবম দশম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় খনিজ সম্পদ-জীবাশ্ম বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ) 

SF SSC Chemistry Hand Note

নবম দশম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় খনিজ সম্পদ-জীবাশ্ম বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ) নবম দশম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় খনিজ সম্পদ-জীবাশ্ম বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ)

SF SSC Chemistry Hand Note. SF SSC Chemistry Hand Note. SF SSC Chemistry Hand Note. SF SSC Chemistry Hand Note. SF SSC Chemistry Hand Note. 

১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর


1. প্রাকৃতিক গ্যাসে শতকরা কত ভাগ ইথেন থাকে?
ক 3 ভাগ খ 4 ভাগ
গ 6 ভাগ √ 7 ভাগ
2. নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে?
ক C3H8 খ C3H8O
গ C3H6O √ C3H4
বিক্রিয়া : CH3 – C ≡ CH Br2→ X Br2→ ণ
উপরের বিক্রিয়া থেকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও :
3. ণ যৌগটির নাম কী?
ক 1, 1-ডাইব্রোমো প্রোপেন খ 1, 2-ডাইব্রোমো প্রোপেন
√ 1, 1, 2, 2-টেট্রাব্রোমো প্রোপেন ঘ 1, 2-ড্রাইব্রোমোপ্রোপিন
4. উদ্দীপকের ‘ঢ’ যৌগটি-
i. সংযোজন বিক্রিয়া দেয় ii. প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়
iii. ণ অপেক্ষা কম সক্রিয়
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii

5. নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়?
ক C6H6 খ CH3 – O – CH3
গ CCl4 √ KOH
6. C4H10 এর গলনাঙ্ক কত?
ক -19০0C খ – 1830C
√ -1380C ঘ 13০0C
7. কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন?
ক C2H6 √ C3H6
গ C3H8 ঘ C4H10
8. কোনটি কৃত্রিম পলিমার?
√ পলিস্টার খ পাট
গ তুলা ঘ চুল
9. কোনটি এস্টারের কার্যকরী মূলক?
ক -OH খ -COOH
√ -COOR ঘ -CHO
1০. প্রাকৃতিক গ্যাসে সাধারণত কত শতাংশ প্রোপেন পাওয়া যায়?
ক 3% খ 5%
√ 6% ঘ 7%
11. ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক কত?
ক 780C খ 240C
√ -240C ঘ -780C
12. অপরিশোধিত তেলকে কত তাপমাত্রায় আংশিক পাতন করলে কেরোসিন পাওয়া যায়?
ক 7০0C খ 12০0C
√ 17০0C ঘ 27০0C
13. C3H6 যৌগটি শনাক্তকরণে নিচের কোন দ্রবণ ব্যবহার করা যায়?
i. ব্রোমিন দ্রবণ
ii. K2Cr2O7 দ্রবণ
iii. KMnO4 দ্রবণ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও :
CH3 – CH = CH2(g) KMnO4→H2O ণ
14. উপরিউক্ত বিক্রিয়ার বিক্রিয়কের কার্বনের শতকরা সংযুতি কত?
ক 14.29% খ 25.০%
গ 75% √ 85.71%
15. উদ্দীপকের ণ যৌগটি-
i. হচ্ছে প্রোপিলিন গøাইকল
ii. হচ্ছে 1, 2-ডাই হাইড্রোক্সি প্রোপেন
iii. জলীয় KMnO4 এর গোলাপি বর্ণকে বর্ণহীন করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii

11.1 জীবাশ্ম জ্বালানি
* জেনে রাখ
⇒ কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানির উদাহরণ।
⇒ উচ্চ তাপ ও চাপে বায়ুর অনুপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণিদেহ হাজার হাজার বছরে ক্ষয়প্রাপ্ত হয়ে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়।
⇒ প্রায় সকল জ্বালানির মূল উপাদান কার্বন ও কার্বন যৌগ।
⇒ হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের যৌগ।
⇒ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন 8০%।
⇒ বাংলাদেশে এ পর্যন্ত পাওয়া প্রাকৃতিক গ্যাসের 99.99% মিথেন।
» সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
16. কোনটি জীবাশ্ম জ্বালানি? (অনুধাবন)
√ খনিজ তেল খ গোবর
গ পাটকাঠি ঘ শুকনো পাতা
17. ভ‚গর্ভে শিলাস্তরে খনিজ তেলের উপরে উচ্চচাপে বিভিন্ন হাইড্রোকার্বনের যে মিশ্রণ পাওয়া যায়, তাকে কী বলে? (অনুধাবন)
ক পেট্রোলিয়াম √ প্রাকৃতিক গ্যাস
গ কোল ঘ আলকাতরা
18. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম কী? (জ্ঞান)
ক ইথেন খ প্রোপেন
গ বিউটেন √ মিথেন
19. পচা জৈব পদার্থ থেকে কী নির্গত হয়? (জ্ঞান)
√ মিথেন খ বিউটেন
গ অকটেন ঘ প্রোপেন
2০. কোন উপাদানের জন্য জীবাশ্ম জ্বালানিকে পোড়ানো যায়? (অনুধাবন)
√ C ও H-এর জন্য খ C ও N-এর জন্য
গ C, H ও O-এর জন্য ঘ C, H, O ও N-এর জন্য
21. জীবাশ্ম জ্বালানি মূলত কিসের যৌগ? (অনুধাবন)
ক সালফারের √ কার্বনের
গ হাইড্রোজেনের ঘ নাইট্রোজেনের
22. প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের পরিমাণ কত? (জ্ঞান)
ক 6০% খ 7০%
√ 8০% ঘ 9০%
23. উদ্ভিদদেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয়? (জ্ঞান)
ক পচা আবর্জনা খ ইথেন
গ তেল √ কয়লা
24. জ্বালানিকে দহন করলে কী উৎপন্ন হয়? (অনুধাবন)
√ তাপশক্তি খ সৌরশক্তি
গ শব্দশক্তি ঘ রাসায়নিক শক্তি
25. পেট্রোলিয়াম প্রধানত কিসের মিশ্রণ? (জ্ঞান)
√ হাইড্রোকার্বন খ হ্যালোজেন
গ অ্যালকোহল ঘ জৈব এসিড
26. প্রাকৃতিক গ্যাসের বর্ণ কিরূপ? (জ্ঞান)
ক কালো খ বাদামি
গ সবুজ √ বর্ণহীন
27. সব জ্বালানির মূল উপাদান কী? (জ্ঞান)
√ C খ S
গ O ঘ N
28. কোক সৃষ্টি হয় কোনটি থেকে? (অনুধাবন)
√ কয়লা খ প্রাকৃতিক গ্যাস
গ তেল ঘ মিথেন
29. কোনটি থেকে জীবাশ্ম জ্বালানি তৈরি হয়? (অনুধাবন)
ক ক্যালসিয়াম কার্বনেট খনিজ থেকে
খ সমুদ্রের তলার মাটি থেকে
√ মৃত গাছপালা ও প্রাণিদেহ থেকে
ঘ ভ‚গর্ভের কঠিন শিলাখণ্ড থেকে
3০. খনিতে প্রাকৃতিক গ্যাসের সাথে আর কী পাওয়া যায়? (অনুধাবন)
ক ইথেন √ খনিজ তেল
গ প্রোপেন ঘ বিউটেন
31. প্রাকৃতিক গ্যাসে কোনগুলোর উপস্থিতি নেই? (অনুধাবন)
ক মিথেন ও ইথেন খ প্রোপেন ও বিউটেন
গ আইসো বিউটেন ও পেনটেন √ অক্সিজেন ও নাইট্রোজেন
32. উদ্ভিদ ও প্রাণিদেহ জীবাশ্ম জ্বালানিতে পরিণত হতে কোন শর্তটি অবশ্যই দরকার? (উচ্চতর দক্ষতা)
ক বায়ুর উপস্থিতি √ বায়ুর অনুপস্থিতি
গ গাঁজন ঘ সংশ্লেষণ ও বিযোজন
33. প্রাণিদেহ মাটির নিচে পরিবর্তিত হয়ে কিসে রূপান্তরিত হয়? (জ্ঞান)
ক বিটুমিনে খ ন্যাপথায়
গ কয়লায় √ পেট্রোলিয়ামে
34. মিথেন বা ইথেন গ্যাসকে বায়ুতে পোড়ালে একটি গ্যাস নির্গত হয় যা বৈশ্বিক উষ্ণতা বাড়াতে ভ‚মিকা রাখে। এ গ্যাসটি কী? (উচ্চতর দক্ষতা)
ক কার্বন মনোঅক্সাইড √ কার্বন ডাইঅক্সাইড
গ অক্সিজেন ঘ নাইট্রাস অক্সাইড
35. কয়লার প্রধান উপাদান কী? (জ্ঞান)
ক হাইড্রোজেন √ কার্বন
গ বিউটেন ঘ ইথেন
36. কয়লা থেকে গ্যাস নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষকে কী বলে? (প্রয়োগ)
ক ন্যাপথা খ বিটুমিন
√ কোক ঘ আলকাতরা
37. জ্বালানির দহনে প্রাপ্ত শক্তি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এ শক্তির কাজের সাথে কোনটি অমিল প্রকাশ করে? (উচ্চতর দক্ষতা)
ক বিদ্যুৎ উৎপাদন খ মোটর ইঞ্জিন চালানো
গ রান্নার কাজ √ নৌকা চালানো
» বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
38. জ্বালানির দহন থেকে প্রাপ্ত শক্তি ব্যবহৃত হয়- (অনুধাবন)
i. মোটর ইঞ্জিন চালাতে  ii. বিমান চালাতে  iii. বায়োগ্যাস উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii  গ i ও iii ঘ i, ii ও iii

39. কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ালে তার মধ্যে সঞ্চিত শক্তি বের হয়- (অনুধাবন)
i. আলোকশক্তি রূপে  ii. তড়িৎশক্তি রূপে  iii. তাপশক্তি হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii  গ ii ও iii ঘ i, ii ও iii
»» অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং 4০ ও 41 নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের অধিকাংশ শহরে বাসাবাড়িতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়। যা রান্নার কাজে ব্যবহার করা হয়।
4০. উদ্দীপকের গ্যাসটির সংকেত কী? (প্রয়োগ)
ক C3H6 খ C2H6  গ C2H4 √ CH4

41. উদ্দীপকের দহন বিক্রিয়ায়- (প্রয়োগ)
i. তাপশক্তি শোষিত হয়  ii. CO2 ও H2O উৎপন্ন হয়  iii. বর্ণহীন গ্যাস বিক্রিয়া করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii  √ ii ও iii ঘ i, ii ও iii

নিচের সমীকরণটি লক্ষ কর এবং 42 ও 43 নং প্রশ্নের উত্তর দাও :
CH4 + 2O2 → CO2 + 2H2O + তাপ
42. উদ্দীপকের হাইড্রোকার্বন কিসের উপাদান? (অনুধাবন)
√ প্রাকৃতিক গ্যাস খ কয়লা  গ প্লাস্টিক ঘ রাবার

43. বিক্রিয়াটি-
i. তাপোৎপাদী  ii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়  iii. দহন নামে পরিচিত
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
ক i ও ii খ i ও iii  গ ii ও iii √ i, ii ও iii

11.2 পেট্রোলিয়ামের উপাদানসমূহ


» সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
44. অপরিশোধিত তেলকে কোন পদ্ধতিতে বিভিন্ন অংশে পৃথক করা হয়? (জ্ঞান)
ক পরিস্রাবণ √ আংশিক পাতন গ কেলাসন ঘ শীতলীকরণ

45. বাংলাদেশের কোথায় তেল পরিশোধন করা হয়? (জ্ঞান)
ক খুলনায় √ চট্টগ্রামে গ কুমিল্লায় ঘ সিলেটে

46. তরল সোনা কী? (জ্ঞান)
ক প্রাকৃতিক গ্যাস √ পেট্রোলিয়াম গ কয়লা ঘ সিলিকা জেল

47. পেট্রোলিয়ামের উপাদানগুলো পৃথক করা হয় কোন পদ্ধতিতে? (জ্ঞান)
√ আংশিক পাতন খ গলন গ স্ফুটন ঘ ঊর্ধ্বপাতন

48. পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয়? (অনুধাবন)
√ গ্যাসোলিন খ ডিজেল গ ন্যাপথা ঘ বিটুমিন

49. Crude oil এর অপর নাম কী? (অনুধাবন)
ক রিফাইনার খ তরল সোনা √ অপরিশোধিত তেল ঘ পেট্রোলিয়াম

5০. পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানের নামকরণ করা হয় কিসের ভিত্তিতে? (জ্ঞান)
ক গলনাঙ্ক √ স্ফুটনাঙ্ক
গ বর্ণ ঘ ভৌত অবস্থা

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় এর MCQ

এখানে আমি তিনটা পিকচার দিয়ে দেবো। যার মধ্যে শেষটাতে উত্তরগুলো আলাদা করে দেওয়া হয়েছে। এবং ২য় পিকচারটারটিতেও আমি উত্তরগুলো দিয়ে রাখছি। 

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় এর MCQ পেজ নাম্বার ০১

SF SSC Chemistry Hand Note

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় এর MCQ পেজ নাম্বার ০২

SF SSC Chemistry Hand Note

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১১তম অধ্যায় এর MCQ পেজ নাম্বার ০৩

SF SSC Chemistry Hand Note

এসএসসি রসায়ন ১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। এসএসসি রসায়ন ১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। এসএসসি রসায়ন ১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। 

এসএসসি রসায়ন ১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। এসএসসি রসায়ন ১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। এসএসসি রসায়ন ১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। 

খনিজ সম্পদ ও জীবাশ্ম ১১তম অধ্যায় এর পিডিএফ

এখানে আমি এই অধ্যায়টির পিডিএফ কপি দিয়ে দেবো। আশা করবো আপনাদের সবারই উপকারে আসবে এবং সবাই বুঝতে পারবেন। এখান থেকে আপনি পিডিএফ কপিগুলো ডাউনলোড করে আপনি আপনার মত করে পড়াশোনা করতে পারেন। 

পিডিএফ কপি সরাসরি ডাউনলোড করার জন্য = ক্লিক করুন এখানে 

পিডিএফ কপি গুগল ডাউনলোড করতে = ক্লিক করুন এখানে 

উপরের যে কোন লিংক থেকে আপনি অবশ্যই পিডিএফ কপি ডাউনলোড করা বা দেখে নিতে পারবেন। আশা করবো কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 

আমাদের সাথে যোগাযোগ করার জন্য

এছাড়াও কোন অধ্যায় জরুরী ভিত্তিতে কারো লাগলে অবশ্যই জানাতে পারবেন। আমাদেরকে জানানোর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে নিচের দেওয়া মাধ্যমে। 

ইমেইল = digitalitseba@gmail.com   OR  sfmodelschool20@gmail.com

ফেসবুক গ্রুপ = এসএফ মডেল স্কুল ক্লিক করুন এখানে 

ফেসবুক আইডি = ডিজিটাল আইটি সেবা ক্লিক করুন এখানে 

বি. দ্র. অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে তথ্যগুলো। বিশেষ করে ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছে। যদিও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি। 


ট্যাগসমূহ 

রসায়ন সকল অধ্যায় নোট NT Bangla Chemistry Note

নবম দশম শ্রেণির রসায়ন বইয়ের কিছু MCQ প্রশ্ন,? - Bissoy

সাধারণ বিজ্ঞানে ভালো করতে হলে |  কালের কণ্ঠ

দ্বাদশ শ্রেণী পরীক্ষা অধ্যায় - rmscraj.edu.bd

নবম দশম শ্রেণির রসায়ন বই ২০২২ pdf download করুন

Chemistry -MCQ for S.S.C- রসায়ন নৈর্ব্যত্তিক - ২.১ - Study Point

রসায়ন নবম দশম শ্রেণির অধ্যায় ১১ সৃজনশীল প্রশ্ন 

SSC রসায়ন MCQ - SK MASUDUL HASAN

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান MCQ - জীবের প্রজনন (১ম পর্ব)

নবম দশম শ্রেণীর রসায়ন ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

রসায়ন ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নবম দশম শ্রেণীর রসায়ন ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

রসায়ন ৯ ১০ শ্রেণির

নবম দশম শ্রেণীর রসায়ন ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

রসায়ন ২য় অধ্যায় ৯ম শ্রেণি সৃজনশীল প্রশ্ন

কোনটি ব্রোমিনের বর্ণ বিনষ্ট করে

খনিজ সম্পদ জীবাশ্ম সৃজনশীল প্রশ্ন

(PDF) নবম দশম শ্রেণীর রসায়ন: ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

(PDF) নবম দশম শ্রেণীর রসায়ন: ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর

এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ১১... - SSC Chemistry Shikhun

SSC Chemistry Hand Note || ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১১তম

নবম ও দশম শ্রেণির লেখাপড়া : রসায়ন একাদশ অধ্যায় : খনিজ সম্পদ

নবম দশম রসায়ন ১১তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর - ডিজিটাল আইটি সেবা

এসএসসি রসায়ন ১১তম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর - সমাধান.নেট

নবম-দশম শ্রেণীর রসায়ন অধ্যায় – ১১: খনিজ সম্পদ-জীবাশ্ম এর সকল
أحدث أقدم