SSC Chemistry বা ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন এর ১ম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর
আজকের আর্টিকেলে আমি ৯ম ও ১০ম শ্রেণির রসায়ন এর ১ম অধ্যায়ের হ্যান্ড নোট ও জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে।
৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ১ম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন
নিচে নোটটি দেওয়া হলো। আশা করি সবার উপকারে আসবে।
SSC CHEMISTRY
অধ্যায়-১
রসায়নের ধারণা
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
০১। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : আরবি
০২। আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হতো? উত্তর : মিসরীয়
০৩। প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে?
উত্তর : মিসরে
০৪। আলকেমি শব্দটি আরবি কী শব্দ হতে উদ্ভূত?
উত্তর : আল-কিমিয়া
০৫। প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কী নামে পরিচিত?
উত্তর : আল-কেমি
০৬। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কী?
উত্তর : সেলুলোজ
০৭। ভারতবর্ষে কত বছর পূর্বে কাপড়কে রং করার কাজে রাসায়নিক দ্রব্যের ব্যবহার শুরু হয়েছিল?
উত্তর : ৫০০০ বছর পূর্বে
০৮। মোম কোন কোন মৌলের সমন্বয়ে গঠিত?
উত্তর : কার্বন ও হাইড্রোজেন
০৯। কাপড়কে আকর্ষণীয় করে তুলতে প্রায় ৫০০০ বছর পূর্বে কোথায় রঙের ব্যবহার শুরু হয়েছিল?
উত্তর : ভারতবর্ষে
১০। মরিচা কী?
উত্তর : লোহা, অক্সিজেন ও পানির সৃষ্ট যৌগকে মরিচা বলে।
১১। কোন বিজ্ঞানকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়?
উত্তর : রসায়নকে
১২। সেলুলোজ জাতীয় পদার্থে আগুন জ্বালানোর ফলে কী পাওয়া যাবে? উত্তর : জলীয় বাষ্প
১৩। খ্রিস্টপূর্ব ২৬০০ বছর পূর্বে মিসরীয়রা খনি থেকে কোন মূল্যবান ধাতু আহরণ করেন?
উত্তর : স্বর্ণ
১৪। কেরোসিনের প্রধান উপাদান কী কী?
উত্তর : কার্বন ও হাইড্রোজেন
১৫। মিসরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিস্টপূর্ব কত বছর পূর্বে?
উত্তর : ২৬০০ বছর পূর্বে
১৬। আল-কেমি দ্বারা কোন যুগের রসায়ন চর্চাকে বোঝানো হয়েছে? উত্তর : প্রাচীন ও মধ্যযুগ
১৭। কাঠ, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোম মূলত কী দিয়ে গঠিত?
উত্তর : কার্বনের যৌগ
১৮। লোহার কোন যৌগ মরিচা নামে পরিচিত?
উত্তর : আর্দ্র অক্সাইড
১৯। আম পেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কী?
উত্তর : কারণ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হলুদ বর্ণবিশিষ্ট নতুন যৌগের সৃষ্টি হয়।
২০। প্রক্রিয়াজাত খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে কোন পদার্থ ব্যবহৃত হয়? উত্তর : প্রিজারভেটিভস
২১। প্রিজারভেটিভস-এর গ্রহণযোগ্য মাত্রা কত?
উত্তর : ০.১%
২২। মরিচার সংকেত লিখ। উত্তর : Fe2O3.nH2O
২৩। কেরোসিনকে দহন করলে কী উৎপন্ন হয়?
উত্তর : কার্বন ডাই-অক্সাইড, পানি ও তাপ
২৪। কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল?
উত্তর : প্রাচীন মিসরীয় সভ্যতা
২৫। কাপড় তৈরির মূল উপাদান কী? উত্তর : তন্তু
২৬। জৈব যৌগ কাকে বলে?
উত্তর : কার্বন দ্বারা গঠিত যৌগসমূহকে জৈব যৌগ বলে।
২৭। অজৈব যৌগ কাকে বলে?
উত্তর : কার্বন ব্যতীত অন্য সব যৌগসমূহকে অজৈব যৌগ বলে।
২৮। নাইট্রক এসিড কোন ধরনের যৌগ?
উত্তর : অজৈব যৌগ
২৯। নিঃশ্বাসে গৃহীত অক্সিজেনের উৎস কী? উত্তর : বায়ু
৩০। নিঃশ্বাসে গৃহীত বায়ুতে প্রধানত কী থাকে?
উত্তর : অক্সিজেন
৩১। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ শ্বেতসার উৎপন্ন করে?
উত্তর : সালোকসংশ্লেষণ
৩২। রসায়ন মানুষের কোন চাহিদা পূরণে সক্ষম?
উত্তর : মৌলিক
৩৩। পানি কোন ধরনের যৌগ? উত্তর : অজৈব যৌগ
৩৪। সালোকসংশ্লেষণ বিক্রিয়ার জন্য কী অপরিহার্য?
উত্তর : সূর্যালোক
৩৫। রাসায়নিক সারের প্রধান কাজ কী?
উত্তর : উদ্ভিদদেহের পুষ্টি সাধন
৩৬। রাসায়নিক সারের প্রধান উপাদানগুলো কী কী?
উত্তর : কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও ফসফরাস
৩৭। সালোকসংশ্লেষণ মূলত কী?
উত্তর : জৈব রাসায়নিক প্রক্রিয়া
৩৮। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমগ্র জীবকুলের খাদ্যের জোগানদাতা কে? উত্তর : উদ্ভিদ
৩৯। উদ্ভিদ কীভাবে আমিষ তৈরি করে?
উত্তর : মাটি থেকে নাইট্রেট লবণ গ্রহণ করে
৪০। উদ্ভিদে খাদ্য সঞ্চিত হয় কোন প্রক্রিয়ায়?
উত্তর : সালোকসংশ্লেষণ
৪১। শারীরবৃত্তীয় বিপাক প্রক্রিয়ায় শ্বেতসার থেকে কী উৎপন্ন হয়?
উত্তর : কার্বন ডাইঅক্সাইড, পানি ও শক্তি
৪২। লোহায় মরিচা ধরা মূলত কী?
উত্তর : রাসায়নিক পরিবর্তন
৪৩। বিভিন্ন ইলেকট্রনিক্স তৈরির ফলে কোন পদার্থটি নিঃশেষ হওয়ার সম্ভাবনা আছে? উত্তর : তামা
৪৪। কী ব্যতীত রসায়নের তত্ত্বীয় জ্ঞানার্জন অসম্ভব?
উত্তর : গণিত
৪৫। রসায়নের হিসাব নিকাশ ও সূত্র প্রদান কীসের ওপর নির্ভরশীল? উত্তর : গণিতের ওপর।